Skip to content

আমাদের নিয়তে দাও খুলুসিয়াত

Islami Songs, Collected1 min read

ছোট বেলায় আমাদের বাসায় একটি ক্যাসেট প্লেয়ার ছিলো, আর ছিল একগাদা সঙ্গীত কালেকশন। সেই ক্যাসেট কালেকশন এখন আর নেই হয় হারিয়ে গেছে না হয় ম্যাগনেট ফিতা বের করে খেলে নষ্ট করেছি। কিন্ত ছোটবেলায় শোনা সেই গান গুলো এখনো ভুলতে পারি না।

ইউটিউবের কল্যানে এখন অনেক গানই খুঁজে পেয়েছি আবার। আবার কিছু গান শুনেছি কিন্ত মনে নেই, ইউটিউবের রেকমেন্ডেশনের কারণে সেগুলো আবার শুনতে পাচ্ছি। অন্যরকম ভালোলাগা।

যাহোক, সেই ভালোলাগা থেকে চিন্তা করলাম যে কেননা লিরিক্স গুলো লিখিত আকারে রেখে দেই! শোনার সাথে সাথে বাজখাই গলায় ঠোঁট মেলালে মন্দ হয়না বটে! যাহোক আজ থাকছে তার প্রথম পর্ব।

আমাদের নিয়তে দাও খুলুসিয়াত

কথা ও সূরঃ তফাজ্জল হোসাইন খান

পরিবেশনায়ঃ সাইমুম শিল্পী গোষ্ঠী

লেবেলঃ স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

ট্রেড মার্কঃ সিএইচপি

আমাদের নিয়তে দাও, খুলুসিয়াত প্রভু হে (৩)

দাও অন্তরিকতা, সৎ সরলতা

অন্তরিকতা, সৎ সরলতা!

তুলেছি হাত প্রভু হে (২)

আমাদের নিয়তে দাও, খুলুসিয়াত প্রভু হে (২)

জীবনে আমাদের সাধনা দাও, মানুষের বেদনায় বেদনা দাও (২)

দাও দাও প্রভু হে দাও

প্রান উদারতার প্রেম মানবতা (২)

এই মুনাজাত শুধু হে

তুলেছি হাত প্রভু হে

আমাদের নিয়তে দাও, খুলুসিয়াত প্রভু হে (৩)

সুপথে আমাদের সুমতি দাও, শহিদি জীবনের নিয়তি দাও (২)

দাও দাও প্রভু হে দাও

বিনিময়ে দাও তার চির সফলতা (২)

সেই আখেরাত তবু হে *

তুলেছি হাত প্রভু হে

আমাদের নিয়তে দাও, খুলুসিয়াত প্রভু হে (২)

দাও অন্তরিকতা সৎ সরলতা

অন্তরিকতা সৎ সরলতা

তুলেছি হাত প্রভু হে (২)

আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে (৪)

অফিসিয়াল ভিডীও

© 2024 by Mahmudul Hasan. All rights reserved.